আসসালুমু আলাইকুম ,
আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী আছি যারা বলা যায় বেশির ভাগ ক্রোম ব্রাউজার ব্যবহার করে ব্রাউজিং বা ইন্টারনেট চালাই । তো আমরা যখন ক্রোম ব্রাউজার দিয়ে ইন্টারনেট চালাই অনেক মানুষ খুব সাধারণ ভাবে ইন্টারনেট চালাই এক ট্যাব থেকে অন্য ট্যাব,নিউ ট্যাব ওপেন করতে,ডাউলোড অপশনে যায়তে সাধারনভাবে মাউস নিয়ে গিয়ে করি এতে অনেক টা সময় লাগে এবং তাড়াহুড়ু কাজের সময় একটু বিরক্তর কি লাগে । তো আমরা এই সাধারণভাবে ব্রাউজিং না করে যদি কিছু শর্টকাট শিখে নিয়ে পারি ক্রোম ব্রাউজারে ব্রাউজিং করা আরো সহজ ও দ্রুত হবে এবং অনেক টা সময় বাঁচাবে এবং এই ভাবে আমি করতে পারবেন স্মার্ট ব্রাউজিং । তো চলুন আজ আমরা ক্রোম ব্রাউজারের প্রয়োজনীয় কয়েকটি শর্টকাট জেনে নেই এবং ব্রাউজিং করি আরো দ্রুত আরো সহজ ।
ক্রোম ব্রাউজার শর্টকাটঃ
নতুন ট্যাব ওপেন করতে( Open a New Tab) :
ক্রোম ব্রাউজারে নতুন কোন ট্যাব করার প্রয়োজন হলে আমরা ৩ ডট মেনু থেকে গিয়ে ওপেন করি কিন্তু শর্টকাট কি দিয়ে করলে তা আরো দ্রুত করতে পারব এজন্য আপনাকে Ctrl+N চাপতে হবে তাহলে নতুন ট্যাব ওপেন হবে।
কেটে দেওয়া ট্যাবে ফিরে যেতে ( Open previously closed tab ) :
আমরা অনেক সময় ব্রাউজিং করার সময় ওপেন করা কোন ট্যাব ভুলে কেটে দেয় তো তখন ঐ কেটে দেওয়া ট্যাব টি পুনরায় ওপেন করতে CTRL + SHIFT + T চাপতে হবে তাহলে আমরা ট্যাব টি ফিরে পাব ।
ট্যাব পরিবর্তন করা ( Switch to the first tab ) :
আমরা যখন ব্রাউজিং করি তখন অনেকের অভ্যাস প্রচুর ট্যাব ওপেন করার এই ক্ষেত্রে সহজে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যায়তে Ctrl+ যে ট্যাব এ যায়তে চান তার নাম্বার , ধরুন আপনি এক নাম্বার ট্যাবে যাবেন তাহলে আপনাকে চাপতে Ctrl+1 ।
ওয়েব পেজ প্রিন্ট ( Print the web page ) ঃ
যেকোন ওয়েব পেজ প্রিন্ট করতে CTRL + P চাপতে হবে ।
জুম ইন ( Zoom-in ) ঃ
কোন ওয়েব পেজ কে জুম করে দেখার প্রয়োজন হলে CTRL + (Plus button) চাপলে থাকলে আস্তে আস্তে জুম হবে ।
জুম আউট ( Zoom-out ) :
কোন ওয়েব পেজ কে জুম আউট করে দেখার প্রয়োজন হলে CTRL – ( Minus button) চাপলে থাকলে আস্তে আস্তে জুম আউট হবে ।
জুমি রিসেট করার জন্য CTRL + 0 (zero) চাপতে হবে
কোন লেখার খোঁজার জন্য ( Find ) :
অবস্থান করা কোন ওয়েব পেজের কোন লেখা খুজে বের করতে Ctrl+F চাপতে হবে তারপর ঐ পেজের যে লেখার খুঁজে বের করতে চান সেটা বক্স এ লেখতে হবে ।
ডাউনলোড কৃত ফাইল গুলো দেখতে Ctrl+J চাপতে হবে
ব্রাউজিং হিস্ট্ররি চেক করতে Ctrl+H চাপতে হবে ।
আরো পড়ুনঃ
হ্যাকিং প্রতিরোধে তৈরি করুন স্মার্ট পাসওয়ার্ড নিজেকে রাখুন সুরিক্ষত ।
যে কারণে এই ব্যক্তি কে অনুসরণ করবেন ! ঝংকার মাহবুব রিভিউ ।
ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন কি? কিভাবে উপার্জন করা যায় বিস্তারিত জেনে নিন।
ওয়েব হোস্টিং কি ও ডোমেইন কি বিস্তারিত ?
আমাদের এই পোস্ট টি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন । নিত্য নতুন টিপস পেতে প্রতিদিন আমাদের ওয়েব সাইট ভিসিট করুন ধন্যবাদ ।
Add comment